Search

Suggested keywords:

কালীঘাট মিলন সংঘের কাছে হার মহমেডানের

কালীঘাট মিলন সংঘের কাছে হার মহমেডানের

নিজেদের মাঠে চলতি কলকাতা ফুটবল লিগের তৃতীয় ম্যাচেই প্রথম পরাজয়ের স্বাদ পেল গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার কালীঘাট মিলন সংঘের কাছে ১-২ গোলে পরাজিত হয় তারা। খেলার শুরু থেকেই কালীঘাট মিলন সংঘের প্রাধান্য ছিল। খেলার ‍‌৩৬ মিনিটে দর্জি তামাং  কালীঘাট মিলন সংঘকে গোল করে এগিয়ে দেন। তার মিনিট চারেকের মধ্যেই কালীঘাট এম এস’র হয়ে দ্বিতীয় গোল করেন দর্জি তামাং। বিরতি পর্যন্ত ওই ২-০ গোলের ব্যবধানেই কালীঘাট মিলন সংঘ এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মহমেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে কালীঘাট এম এস কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে। মহমেডান স্পোর্টিং-এর একাধিক আক্রমণ কালীঘাট মিলন সংঘের রক্ষণে প্রতিহত হয়। খেলার ৮‍‌২ মিনিটে কালীঘাট মিলন সংঘের পেনাল্টি বক্সে জটলার মধ্যে থেকে গোল করে মহমেডানের পক্ষে ব্যবধান কমান ইসরাফুল দেওয়ান। তারপরেও গোলের সুযোগ পেয়েছিল সাদা-কালোর ফুটবলাররা। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। প্রথম ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় এলেও দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে ড্র  ও এদিন কালীঘাট এম এস’র বিরুদ্ধে হারের  ফলে মহমেডান লিগের দৌড়ে  বেশ খানিকটা পিছিয়ে পড়ল। 

Powered by Froala Editor