পঞ্চম ডিভিশনের খেলায় ওয়াই এম সি এ মাঠে প্রবাসী উৎকল ক্লাব ৮-০ গোলে হারালো অরুণোদয় ক্লাবকে।প্রবাসী উৎকল ক্লাবের হয়ে সাগর রাম চারটি,প্রদীপ মন্ডল তিনটি ও বিশ্বজিৎ নাইয়া গোল করেন।
হাই কোর্ট মাঠে কলকাতা ইউনিয়ন এস সি ৪-০ গোলে হারালো বেলেঘাটা বালক বৃন্দ কে। বিজয়ী দলের পক্ষে সুরজ করণ দুটি,পার্থ মন্ডল ও শুভঙ্কর বাড়ুই গোল করেন।
টাউন মাঠে বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব ৫-০ গোলে হারালো ওয়াই এম সি এ ( চৌরঙ্গী) কে। এভারগ্রীনের হয়ে গোল করেন রনি দাস দুটি,জাহির হোসেন সর্দার দুটি ও সুজয় গায়েন।
কাস্টমস মাঠে ন্যাশনাল এসি ২-০ গোলে হারালো বেঙ্গল স্পোর্টিং ক্লাব কে। ন্যাশনাল এর হয়ে গোল করেন শুভেন্দু গায়েন ও সাইদুল আনসারি।
Powered by Froala Editor