মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের খেলায় টাউন মাঠে অ্যালবার্ট স্পোর্টিং ক্লাব ১ -০ গোলে ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড কে হারিয়েছে। অন্য দিকে পঞ্চম ডিভিশনের গ্রুপ এ র খেলায় পুলিশ মাঠে বেঙ্গল স্পোর্টিং ক্লাব ক্যালকাটা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব কে ২ -০ গোলে পরাজিত করে। ওয়াই এম সি এ মাঠে বেলেঘাটা বালক বৃন্দ ৪-১ গোলে হারালো অরুণোদয় ক্লাবকে। রেঞ্জার্স মাঠে বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব ৩ -০ গোলে হারালো ন্যাশনাল এসিকে।
Powered by Froala Editor