চতুর্থ ডিভিশনের খেলায় ভবানীপুর মাঠে চৈতালি সংঘ ১-০ গোলে হারালো কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন কে। একমাত্র গোলটি করেন সৌরভ সোরেন। গ্রিয়ার মাঠে পেয়ারাবাগান এফসিসি ৪-০ গোলে জিতল সেন্ট্রাল ক্যালকাটা এস সি র বিরুদ্ধে। পেয়ারাবাগানের হয়ে জয় মালিক জোড়া গোল,সুমন হাঁসদা ও সুক লাল হেমব্রম গোল করেন। হাই কোর্ট মাঠে বরানগর শিবশঙ্কর এস সি ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়।
Powered by Froala Editor