সোমবার কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে টাউন ক্লাব ১-০ গোলে বাটা এস সির বিরুদ্ধে জিতল। জয় সূচক গোলটি অঙ্কিত মজুমদারের। টাউন মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ৩-১ ব্যবধানে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন কে হারিয়েছে। শ্যামবাজারের পক্ষে বানীব্রত সর্দার, সুমন্ত সরকার ও অঙ্কন চন্দ গোল করেন। বেহালার গোলটি দীপায়ন মন্ডলের। ড. বি আর আম্বেদকর মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন ২-১ গোলে সোনালী শিবির এসি কে হারায়। যাদবপুরের হয়ে সৌমিত্র সর্দার ও রাজ প্রসাদ এবং সোনালীর হয় রোহিত সাহা গোল করেন।আরিয়াদহ স্পোর্টিং ক্লাবের মাঠে বাতোর এস সি ১-০ গোলে বার্নপুর ইউনাইটেড ক্লাব কে হারায়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিবেক মুন্ডা। কাস্টমস মাঠে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব ডেফ ও বালি প্রতিভা ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয়েছে।
চতুর্থ ডিভিশনের খেলায় পুলিশ মাঠে স্পোর্টিং ইউনিয়ন সম্রাট সর্দারের গোলে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন কে ১-০ ব্যবধানে হারিয়েছে। ওয়াই এম সি এ মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ৫-০ এর বড় ব্যবধানে জিতল সিঁথি রাসবিহারী এবিএম এর বিরুদ্ধে। পাইকপাড়ার পক্ষে সুখময় কিস্কু দুটি, সুদীপ মুর্মু, জগন্নাথ হাঁসদা ও নবি মাল গোল করেন। হাই কোর্ট মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়। বিজি প্রেস মাঠে আর টি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বেহালা এ এস এ কে হারায়। খেলার একমাত্র গোলটি দীপ মাজির।
Powered by Froala Editor