টানা দুই ম্যাচে পয়েন্ট নষ্টের পর আবার জয়ের সরণিতে ফিরল মহামেডান স্পোর্টিং। মঙ্গলবার ঘরের মাঠে তারা আর্মি রেড কে ৩-১ গোলে পরাজিত করে। প্রথমার্ধে ইসরাফিল দেওয়ানের জোড়া গোলে এগিয়ে থাকে মহামেডান। বিরতির পর ব্যবধান বাড়ান অ্যাডিসন সিং। আর্মির পক্ষে ব্যবধান কমান প্রদীপ কুমার।
Powered by Froala Editor