Search

Suggested keywords:

চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বড় জয় পাইকপাড়ার

চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বড় জয় পাইকপাড়ার

জমে উঠেছে চতুর্থ ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা। ড . বি আর আম্বেদকর মাঠে বেনিয়াপুকুর ইনস্টিটিউট  ও রাখী সংঘের খেলাটি ১-১ গোল ড্র হয়।  বেনিয়াপুকুরের সায়ন মজুমদার ও রাখী সংঘের  বিজয় রায় গোল করেন।


ধরমপুর মাঠে আরিয়াদহ স্পোর্টিং ক্লাব ৩-০ গোল বরানগর শিবশংকর স্পোর্টিং ক্লাব কে হারায়। বিজয়ী দলের পক্ষে শমীক বিশ্বাস দুটি ও দীপু সর্দার গোল করেন।


সি আর এফ সি মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কে হারায়। পাইকপাড়ার হয়ে জগন্নাথ হাঁসদা দুটি,সুদীপ মুর্মু দুটি,রাহুল সিং ও সোমনাথ মালিক গোল করেন।

গঙ্গাধরপুরে  মৈত্রী সংঘ ১-০ গোলে পেয়ারাবাগান এফ সি সি কে হারায়।

Powered by Froala Editor