কলকাতা ময়দানে দক্ষ ও ভালো মানের রেফারি তুলে আনার লক্ষ্যে এক রেফারি অ্যাকাডেমি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল আগেই। অবশেষে বাস্তবায়িত হতে চলেছে সেই পরিকল্পনা। আগামী রবিবার থেকে শুরু হবে এই রেফারিজ অ্যাকাডেমির পথচলা। বুধবার আইএফএ রেফারিজ কমিটির বৈঠকে এই অ্যাকাডেমির শুরুর খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইএফএ রেফারিজ কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী।
Powered by Froala Editor
Related posts
তৃতীয় ডিভিশনের খেলায় বালি দেশবন্ধু এইচ এম এস এ এর জয়
24 August, 2024
1 mins read
Anirban Roy Sarkar