Search

Suggested keywords:

শুরু হল তৃতীয় ডিভিশনের খেলা

শুরু হল তৃতীয় ডিভিশনের খেলা

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র, চতুর্থ ও পঞ্চম ডিভিশনের খেলা শুরু হয়েছিল আগেই। বুধবার বল গড়াল তৃতীয় ডিভিশনের। এই দিন  শুরু হওয়া এই ডিভিশনের খেলায় তালতলা মাঠে সোনালি শিবির ৩-১ গোলে শ্যামবাজার ইউনাইটেড ক্লাবকে হারিয়েছে। পুলিশ মাঠে টাউন ক্লাব ও বেহালা ইয়ুথ অ্যাসোসিয়েশনের খেলাটি ১-১ গোলে ড্র হয়। বি জি প্রেস মাঠে বার্নপুর ইউনাইটেড ক্লাব ও বালি প্রতিভা দলের খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। অন্যদিকে টাউন মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন ২-০ গোলে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফকে  হারিয়েছ। 

চতুর্থ ডিভিশনে মৈত্রী সংঘ ৪-০ গোলে ওয়াই এম সি এ (কলেজস্ট্রিট) কে হারিয়েছে। রাখী সংঘের ৩-২ গোলে নিবেদিতা ক্লাবকে হারিয়েছে।  যাদবপুর অগ্রগামী ১-০ গোলে আমুজি কালীঘাট ফ্রেন্ডর্স ক্লাবকে হারিয়েছে। বেনিয়াপুকুর ইনস্টিটিউশন ৫-‍‌২ গোলের ব্যবধানে ইন্টারন্যাশনাল ক্লাবকে পরাজিত করে।

Powered by Froala Editor