Search

Suggested keywords:

জমে উঠেছে স্টেট ইউথ লিগ

জমে উঠেছে স্টেট ইউথ লিগ

মঙ্গলবার  অনূর্ধ্ব তেরো স্টেট ইউথ লিগ এর  একাধিক খেলা অনুষ্ঠিত হল। একবার দেখে নিই সেই খেলা গুলির ফলাফল 

গ্রুপ এ তে এসপি ১ ফাউন্ডেশন ২ -০ গোলে আমুজি হুগলী সিটি এফকে হারায়। কেশব উমা সি টি বেঙ্গল ফুটবল আকাদেমি কে ১-০ গোলে হারিয়েছে। নর্থ ক্যালকাটা ফুটবল অ্যাকাডেমি দেবাঞ্জন ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে অনুপস্থিত থাকে। উত্তরপাড়া বাজার লেন ২-১ গোলে ইউরো ফুটবল অ্যাকাডেমি কে হারায়। মতুয়া ফুটবল ফাউন্ডেশন ৩-২ গোলে কিডস ফুটবল অ্যাকাডেমি কে হারায়। গ্রুপ বি এর খেলায় এস কে এম ফুটবল স্পোর্টস ফাউন্ডেশন ৪-১ গোলে বজবজ ফুটবল অ্যাকাডেমি কে হারিয়েছে। ইউনাইটেড এস সি ৪-১ গোলে হারায় পানিহাটি ফ্যাশন জোন কে। প্যাভিলিয়ন ক্লাব ২-১ গোলে অ্যাডামস ইউনিভার্সিটি এস এ কে হারায়।


Powered by Froala Editor