নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক বাংলার। গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচে পর তৃতীয় ম্যাচেও জয় পেল সঞ্জয় সেনের ছেলেরা। বুধবার হায়দ্রাবাদের ডেকান এরিনায় তারা রাজস্থান কে ২-০ গোলে হারালো। প্রথম থেকেই বাংলা দলের আক্রমণের আধিক্য ছিল। প্রচুর গোলের সুযোগ তৈরি হলেও গোলের মুখ খুলছিলনা। অবশেষে প্রথমার্ধের শেষ মিনিটে বাংলার সেই কাঙ্খিত গোল আসে। রবিলাল মান্ডি গোল করে দলকে এগিয়ে দেন। বিরতি পর্যন্ত বাংলা ওই ১-০ ব্যবধানে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে রবিলাল মান্ডির ফ্রিকিক থেকে বাংলার ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা। খেলার শেষ লগ্নে রাজস্থান ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা করলেও বাংলার রক্ষণের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। এই জয়ের ফলে বাংলার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো হল।
Powered by Froala Editor