Search

Suggested keywords:

জিতল বেঙ্গল স্পোর্টিং ক্লাব

জিতল বেঙ্গল স্পোর্টিং ক্লাব

কলকাতা ফুটবল লিগে  পঞ্চম ডিভিশন এ গ্রুপ বেঙ্গল স্পোর্টিং ক্লাব ৪ -২ গোলে বেলেঘাটা বালক বৃন্দ কে হারালো।  বেঙ্গল স্পোর্টিংএর  হয়ে মুখতার আনসারি  দুটি,সুমিত মুর্মু ও ইরফান আলি গোল করেন। অন্য দিকে বেলেঘাটা বালক বৃন্দের হয়ে গোল করেন গৌরব সাহা ও ইব্রাহিম মোল্লা। রবিবার কলকাতা লিগের বাকি ম্যাচ গুলি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়।

 

Powered by Froala Editor