Search

Suggested keywords:

জিতল উত্তরপাড়া, কালীঘাট ফ্রেন্ডস, রাখী সংঘ, নিবেদিতা ক্লাব

জিতল উত্তরপাড়া, কালীঘাট ফ্রেন্ডস, রাখী সংঘ, নিবেদিতা ক্লাব

চতুর্থ ডিভিশনের খেলায় বিধাননগর টু মাঠে  আমুজি কালীঘাট ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলেমৈত্রী সংঘকে হারায়। ওয়াই এম সি এ মাঠে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব ২-১  গোলে হারালো ইন্টারন্যশনাল ক্লাবকে। উত্তরপাড়ার হয়ে জোড়া গোল করেন পবিত্র মান্ডি। ইন্টারন্যাশনাল এর হয়ে গোল করেন শ্রীজয় দাস।

বিজি প্রেস মাঠে রাখী সংঘ ৪-১ গোলে হারালো বেনিয়াপুকুর ইনস্টিটিউট কে। রাখীর হয়ে গোল করেন বিজয় রায়, সুদীপ্ত সর্দার, প্রীতম ব্যানার্জী ও আকাশ মন্ডল। বেনিয়া পুকুরের গোলটি করেন আশরাফুল সর্দার।

টাউন মাঠে নিবেদিতা ক্লাব ১-০ গোলে হারালো ওয়াই এম সি এ (কলেজ) কে। একমাত্র গোলটি করেন হরষিত সর্দার।

Powered by Froala Editor