জয়ে ফিরল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। প্রথম ম্যাচে হারের পর বুধবার কল্যাণী স্টেডিয়ামে তারা ১-০ গোলে ক্যালকাটা পুলিশ ক্লাবকে হারিয়েছ। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন রাকেশ কর্মকার। ক্যালকাটা কাস্টমস দ্বিতীয় ম্যাচেও তাদের জয়ের ধারা অক্ষুন্ন রাখল। উলুবেড়িয়া স্টেডিয়ামে ৩-১ গোলের ব্যবধানে তারা হারাল পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে।
অন্যদিকে ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে পুলিশ এসিকে। হুগলির চুঁচুড়া স্টেডিয়ামে অ্যাসোস রেনবো এসি ও রেলওয়ে এফসি’র খেলাটি গোল-শূন্য ভাবে শেষ হয়।
Powered by Froala Editor