জয়ের ধারা অব্যাহত রাখলো মোহনবাগান। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে তারা ৫- ১ ব্যবধানে হারালো টালিগঞ্জ অগ্রগামী কে। মোহনবাগানের কাশ্মীরি স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট হ্যাটট্রিক করেন। একটি গোল সালাউদ্দিনের। অন্য গোলটি আত্মঘাতী । অন্য দিকে টালিগঞ্জের একমাত্র গোলটি আত্মঘাতী। মোহনবাগান দিবসের পর দিন ক্লাবের এই বিরাট ব্যবধানে খুশি সমর্থকেরাও।
Powered by Froala Editor