৯ সেকেন্ডে গোল! হ্যাঁ, ঠিকই শুনেছেন। বুধবার নার্সারি ডিভিশনের বি গ্রুপের খেলায় চাকধীর মিলন সংঘের মাঠে বিষ্ণুপুর ফুটবল কোচিং সেন্টারের সাহিদ শেখ ৯ সেকেন্ডে প্রথম গোল করে। ডায়মন্ড হারবারের বছর বারোর সাহিদ এই ম্যাচে চারটি গোল করে। এই ম্যাচে বিষ্ণুপুর ফুটবল কোচিং সেন্টার ১১-১ গোলে হারালো বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমিকে। রায়নগর উন্নয়ন সমিতি মাঠে বিজয়গড় ফুটবল ট্রেনিং সেন্টার ও কাশিপুর সরস্বতী ক্লাবের খেলাটি ১-১ গোলে এবং জেফা মাঠে মহেশতলা ফুটবলারস আন্ড এস এল এফ এ ও জেফা যাদবপুর এক্স ফুটবলারস অ্যাসোসিয়েশন এর খেলাটিও একই ফলে শেষ হয়।
Powered by Froala Editor