কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলায় আজ দ্রুততম গোলের নজির স্থাপন হল। সোমবার সি এ মাঠে কারবালা স্পোর্টিং ক্লাব কে ১-০ গোলে হারালো সারদাচরন এসি। সারদা চরণের সায়ন মন্ডল খেলার ২৩ সেকেন্ডেই গোল করে। অন্য খেলায় দ্য ওরিয়েন্ট ক্লাব ১-০ গোলে কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টসকে হারায়।
Powered by Froala Editor