পঞ্চম ডিভিশনের ম্যাচে হাইকোর্ট মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব ৪-০ ব্যবধানে জিতল মেই কং এক্স স্টুডেন্টস এর বিরুদ্ধে। পাঞ্জাবের হয়ে প্রীতম মারিক তিনটি ও সুরজ হাঁসদা গোল করেন। পুলিশ মাঠে স্টার স্পোর্টস ও তপন মেমোরিয়ালের খেলাটি গোলশূন্য শেষ হয়। ক্যালকাটা পার্সি ক্লাব ২-০ গোলে হারালো নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট যে হারিয়েছে। পার্সির হয়ে শেখ শাহিদ ও নর নন্দী গোল করেন। এভারগ্রিন ক্লাবের রনি দাস দুটি ও জাহির হুসেন সরদার গোল করেন । প্রবাসীর গোল শুভ ক্ষেত্রপালের। টাউন মাঠে ন্যাশনাল এসি ৩-১ গোলে হারিয়েছে বেলেঘাটা বালক বৃন্দ কে। ন্যাশনাল এর গোল করেন প্রশান্ত মুর্মু, শহিদুল আনসারি ও সুমিত কেরকাটটা। বেলেঘাটা গোলটি শ্রীমন্ত হালদারের। ওয়াই এম সি এ মাঠে বেঙ্গল স্পোর্টিং ও ওয়াই এম সি এ ( চৌরঙ্গী) র খেলাটি ১-১ গোলে শেষ হয়। বেঙ্গলের শুভম সূত্রধর ও ওয়াই এম সি এ র সাহিল মল্লিক গোল করেন। গ্রিয়ার মাঠে যুগশান্তি এস সি ও শিবপুর ইন্সটিটিউএর খেলাটি পরিত্যক্ত হয়েছে।
Powered by Froala Editor