প্রথম বছরেই বাজিমাত ইউনাইটেড কলকাতা এস সি এর। এ বছর প্রথম বার কলকাতা লিগে আবির্ভাব তাদের। প্রথম বছরেই প্রথম ডিভিশন লিগে শীর্ষে থেকে শেষ করল ইউনাইটেড কলকাতা এস সি। বৃহস্পতি বার প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে তারা ব্যারাকপুরের বিভূতি ভূষণ স্টেডিয়ামে ২ -১ গোলে হারালো শ্রীভূমি এফসি কে। ইউনাইটেড কলকাতা এস সি এর পক্ষে গোল করেন শ্রীমন্ত কিস্কু ও দীপক ছেত্রী। শ্রীভূমি এফসির একমাত্র গোলটি পেনাল্টি থেকে সফিক আলি গায়েনের।
Powered by Froala Editor