রবিবার প্রথম ডিভিশনের খেলায় মাকরদা মাঠে সাবার্বান ক্লাব ও ইউনাইটেড কলকাতা এস সির খেলাটি গোলশূন্য শেষ হয়।
বাঁশবেরিয়ায় দি সিটি এসি ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসির খেলাটি গোলশূন্য শেষ হয়।
কমলগাজিতে ডালহাউসি এসি ১-০ গোলে হারালো ক্যালকাটা ফুটবল ক্লাবকে। একমাত্র গোলটি শিবা হরির।
কল্যানী বি ৩ মাঠে ঐক্য সম্মিলনী ও তালতলা একতা সংঘের খেলাটি গোলশূন্য শেষ হয়।
তৃতীয় ডিভিশনের খেলায় ওয়াই এম সি এ মাঠে ট্যাংরা এফসি ১-০ গোলে হারাল গরলগাছা এসসি কে। ট্যাংরার গোলটি নিরুপম বেরার।
কাস্টমস মাঠে আলিপুর এসসি ২-০ গোলে গ্রিয়ার এস সি কে হারায়। গোল করেন রূপঙ্কর মান্না ও সন্দীপ মান্ডি।
দেশবন্ধু পার্কে বালি প্রতিভা ক্লাব আত্মঘাতী গোলে ১-০ গোলের ব্যবধানে জিতল কুমোরটুলি ইনস্টিটিউট এর বিরুদ্ধে।
তালতলা মাঠে মনোহর পুকুর মিলন সমিতি ৩-০ গোলে হারায় ক্যালকাটা জিমখানা কে। মিলন সমিতির গোল করেন বিশ্বজিৎ মন্ডল, সুমন রায় ও অভিক প্রামাণিক।
টাউন মাঠে কাশিপুর সরস্বতী ক্লাব কে ১-০ গোলে হারালো কালীঘাট ক্লাব। একমাত্র গোলটি করেন রোহিত প্যাসোয়ান।
Powered by Froala Editor