নার্সারি ডিভিশনের গ্রুপ বি এর খেলা জমে উঠেছে। বৃহস্পতিবার সাউথ জোনের গ্রুপ ১ এর খেলায় সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন মাঠে সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন ৩-১ গোলে খিদিরপুর বয়েজ ক্লাব কে হারায়। কসবা সমন্বয় মাঠে সেন্ট্রাল ক্যালকাটা ডি এস এ মেটিয়াবুরুজ এফটিসি কে ৩-১ গোলে হারালো। ঢাকুরিয়া ক্লাব কো অর্ডীনেশন কমিটির মাঠে সাদার্ন সমিতি ও ঢাকুরিয়া ক্লাব কো অর্ডীনেশন কমিটির খেলা ১-১ গোলে ড্র হয়।
নর্থ জোনের খেলায় শ্যামনগর যুগের প্রতীক মাঠে শ্যামনগর যুগের প্রতীক ও অ্যাসোস রেইনবো এসির খেলা ১-১ গোলে ড্র হয়। সুখচর মাঠে কল্যানী এস অ্যান্ড এস ডাবলু ২-০ গোলে জাগ্রত সংঘকে হারায়। টিটাগড় মাঠে খরদহ সূর্য সেন এস সি ও নর্থ চব্বিশ পরগনা জে এফ সি এর খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে।
ওয়েস্ট জোনের খেলায় অবসর সম্মিলনী মাঠে হাওড়া ফ্রেন্ডস ১-০ গোলে হাওড়া স্বামীজি সংঘ কে হারায়।
Powered by Froala Editor