সোমবার কলকাতা ফুটবল লিগে বাঁশ বেড়িয়ায় Suburban club 3-1 গোলে তালতলা একতা সংঘ কে হারায়। বিজয়ী দলের পক্ষে কার্তিক ওরাও,সুকান্ত দাস ও সমীর বেসরা গোল করেন ও অন্য দিকে তালতলার হয়ে সুরজিৎ নায়ক গোল করেন।
মাকরদা মাঠে ডালহৌসি এসি ৩-১ গোলে অসিত হাজরা দুটি ও শুকদেব দাস গোল করেন। হাওড়া ইউনিয়নের গোলটি সহদেব দত্ত শর্মার। কোন্নগরে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ৬-২ গোলে হারায় উত্তরপল্লী এম এস কে। ইউনাইটেড পক্ষে শ্রীমন্ত কিসকু তিনটি, রাহুল দোয়ারি, সোমনাথ দাস ও সমীর প্রধান গোল করেন। উত্তর পল্লীর গোল দুটি গৌরব রাজবংশী ও আকাশ দাসের । কাকিনাড়ায় অ্যাডামস ইউনাইটেড এস এ ২-০ গোলে এফ সি আই ( ইস্ট জোন) কে হারায়। অ্যাডামস ইউনাইটেডের হয়ে দেবাঙ্গন কুণ্ডু ও বি গণপতি গোল করেন। কল্যানী বি ৩ মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি ১-০ গোলে হারালো ক্যালকাটা ফুটবল ক্লাবকে। জয় সূচক গোলটি সুব্রত বিশ্বাসের।
Powered by Froala Editor