Search

Suggested keywords:

প্রথম ম্যাচে ড্র বাংলার

প্রথম ম্যাচে ড্র বাংলার

প্রথম ম্যাচেই ড্র অনূর্ধ্ব-২০ বাংলা দলের। শনিবার সকালে ছত্তিশগড় নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবলে প্রথম ম্যাচে হরিয়ানার বিপক্ষে খেলতে নামে অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণাধীন বাংলার ফুটবলাররা। বাংলার পক্ষে গোল দুটি করেন অধিনায়ক শান্তনু নস্কর ও ইরফান সর্দার। বাংলা এদিনের খেলায় একাধিক গোলের সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত হয়নি। গ্রুপ লিগে বাংলার পরের ম্যাচ সোমবার নাগাল্যান্ডের বিরুদ্ধে।  

Powered by Froala Editor