সাত বছর পরে সন্তোষ ট্রফি ঘিরে এনেছে বাংলার ছেলেরা। সেই সফল ফুটবলারদের সংবর্ধনা দিল ভবানীপুর ক্লাব। বুধবার ময়দানে নিজেদের ক্লাব তাঁবুতে এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস , সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, বিশ্বজিৎ ভাদুড়ী,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, শিশির ঘোষ, কম্পটন দত্ত,দেবজিত ঘোষ, শিল্টন পাল, সাংবাদিক রাজনীতিক কুণাল ঘোষ , সঙ্গীত শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়,ভবানীপুর ক্লাবের সভাপতি স্বপনসাধন বসু, সৃঞ্জয় বসু। এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বাংলা দলের সদস্যদের হাতে আর্থিক পুরস্কার ও হাত ঘড়ি তুলে দেওয়া হয়।
Powered by Froala Editor