Search

Suggested keywords:

প্রিমিয়ারে জিতল ভবানীপুর, পিয়ারলেস ও রেনবো এসি

প্রিমিয়ারে জিতল ভবানীপুর, পিয়ারলেস ও রেনবো এসি

চুঁচুড়া মাঠে পিয়ারলেস এস সি ৩-০ গোলে হারালো ইস্টার্ন রেল কে। পিয়ারলেসের তিনটি গোল করেন রাজেশ দাস, চাইনে ও আরফাত আনসারি।

নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব ৪-০ গোলে হারালো রেলওয়ে এফসিকে। বিজয়ী দলের পক্ষে জাইমিংথাঙ্গা জোড়া গোল  করেন ও অন্য দুটি গোল বিক্রম প্রধান ও জিতেন মুর্মুর।

বারাকপুর স্টেডিয়ামে আসোস রেনবো এসি ২-০  গোলে হারাল  জর্জ টেলিগ্রাফ কে হারায়।রেনবোর হয়ে গোল দুটি জগন্নাথ সানা ও সৌভিক বলের।

Powered by Froala Editor