Search

Suggested keywords:

জমজমাট অন্যান্য ডিভিশনের লড়াই

জমজমাট অন্যান্য ডিভিশনের লড়াই

কলকাতা ফুটবল লিগের বিভিন্ন ডিভিশনের   খেলা জমে উঠেছে। শুক্রবার দ্বিতীয় ডিভিশনে ছিল চারটি ম্যাচ। ওয়াই এম সি এ মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ২-১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায়। ইউনাইটেডের পক্ষে সুবোধ মুর্মু ও প্রকাশ টুডু গোল করেন। ভিক্টোরিয়ার একমাত্র গোলটি বুবাই সর্দারের।  ভবানীপুর মাঠে দ্য মুসলিম ইনস্টিটিউট ও রাজস্থান ক্লাবের মধ্যে খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা হয়। বিধাননগর ২ মাঠে তালতলা ইনস্টিটিউট ও জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। তালতলা ইনস্টিটিউটের পক্ষ গোল করেন সমীর দলুই। জ্যোতির্ময়ের পক্ষে গোলটি সৌগত করের।  এইচ বি মাঠে   নর্থ এন্টালি ইউটিএস ২-০ গোলে হারাল মৌরি স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল মহম্মদ গুফরান আসলামের।

চতুর্থ ডিভিশনের ম্যাচে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন ও বরানগর শিবশংকর স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি ১-১ গোলে ড্র হয়। কেষ্টপুরের গোলটি করেন রিক মণ্ডল ও বরানগরের গোলটি আমন রায়ের।  আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব ও পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টারের খেলাটি গোল-শূন্য শেষ হয়। ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব  ‍‌৩-০ গোলে হারাল চৈতালি সংঘকে। 

 

পঞ্চম ডিভিশনের খেলায় কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ও এভারগ্রিন ক্লাবের খেলাটি ১-১ গোলে শেষ হয়। পুলিশ মাঠে প্রবাসী উৎকল ক্লাব ও  ন্যাশনাল এসি’র খেলাটি পরিত্যক্ত হয়েছে।  

Powered by Froala Editor