প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সাদার্ন সমিতি ৪-০ গোলে জিতল আর্মি রেড এর বিরুদ্ধে। সাদার্ন এর হয়ে গোল করেন সতীশ হাওলাদার, মহম্মদ শরীফ খান, মহম্মদ সুমিত ও সৌম্য দাস। মহামেডান মাঠে মেসার্স ক্লাব ও এরিয়ানের খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। মেসার্স এর হয়ে গোল করেন সৌমিত্র কুমার দে ও সুমিত ঘোষ। এরিয়ানের জোড়া গোল মিঠুনের।
Powered by Froala Editor