Search

Suggested keywords:

পয়েন্ট নষ্ট মহমেডান

পয়েন্ট নষ্ট মহমেডান

আবার পয়েন্ট নষ্ট মহমেডানের। শনিবার ঘরের মাঠে প্রিমিয়র ডিভিশনের খেলায় তারা বিএসএস স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোল শূন্যভাবে খেলা শেষ করে মাঠ ছাড়ে। দু-দলই কিছু গোলের সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত করতে পারেনি। এই ড্রয়ের ফলে সুপার সিক্সের ওঠার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব। 

অন্য দিকে প্রিমিয়র ডিভিশনের ব্যারাকপুর স্টেডিয়ামে সুরুচি সংঘ  ২-১ গোলে মেসার্স ক্লাবকে হারিয়েছে। সুরুচি সংঘের হয়ে আবু সুফিয়ান ও জয়দীপ সিং গোল করেন। মেসার্সের গোলটি লিজো ফ্রান্সিসের। 

Powered by Froala Editor