পঞ্চম ডিভিশনের খেলায় ওয়াই এম সি এ মাঠে ক্যালকাটা ইউনাইটেড ক্লাব ৩-১ গোলে গ্রীন পার্ক এস সি কে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে তুহিন সিকদার,শেখ ইমরান আলি ও বিজয় শীল গোল করেন।গ্রিন পার্কের হয়ে মাকসুদুর রহমান গোল করেন।
তালতলা মাঠে মার্কাস এস সির বিরুদ্ধে সুভাষ দ্বীপ ক্লাব অনুপস্থিত ছিল।
হাইকোর্ট মাঠে তারা ফ্রেন্ডস ক্লাব ২-১ গোলে চেতলা অগ্রণী ক্লাবকে হারিয়েছে। তারা র হয়ে হাবিবুর রহমান জোড়া গোল করেন। চেতলার গোলটি করেন রোহন সাহু।
কাস্টমস মাঠে ফেডারেশন ক্লাব ৪-০ হোয়াইট বর্ডারের বিরুদ্ধে জিতেছে। ফেডারেশনের হয়ে অমিত টুডু দুটি, সায়ন্তন চক্রবর্তী ও সায়ন পাকড়ে গোল করেন।
প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলা শুরু হল। বুধবার মহামেডান স্পোর্টিং ক্লাব ও এস পি ভবানীপুর ক্লাবের মধ্যে খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। বারাকপুর স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য ছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করা যায়নি।
Powered by Froala Editor