Search

Suggested keywords:

বড় জয় ইউনাইটেড স্টুডেন্টস এর

বড় জয় ইউনাইটেড স্টুডেন্টস এর

দ্বিতীয় ডিভিশনের খেলায় ইউনাইটেড স্টুডেন্টস ৪-১ গোলে রামকৃষ্ণ এস সি কে হারায়। বিজয়ী দলের পক্ষে শেখ আমানুল হক দুটি ও ইরফান আলি দুটি  গোল করেন। রামকৃষ্ণের গোলটি করেন অরিজিৎ বর্মন। 

তিহুরিয়া মাঠে জানবাজার এসি ১-০ গোলে হারালো সোনারপুর ওয়াই এম এস এ কে।

আরিয়াদহ মাঠে বিধাননগর এম এস এ ৩-১ গোলে হারায় মৌরী এসসি কে। বিধাননগর  এর হয়ে গোল করেন মিলন মান্ডি দুটি ও  মোহন বৈরাগী গোল করেন।

ডি এ সি মাঠে জ্যোতির্ময় এসি ২-১ গোলে নর্থ এন্টালী কে হারায়। জ্যোতির্ময় এর হয়ে গোল দুটি করেন সুমিত মুখীয়া। নর্থ এন্টালির গোলটি অভিজিত বারিকের।

Powered by Froala Editor