প্রথম ডিভিশনের খেলায় চুঁচুড়া মাঠে তালতলা একতা সংঘ ও ইউনাইটেড কলকাতা এস সি এর খেলাটি ১-১ গোলে ড্র হয়। তালতলার হয়ে দীপঙ্কর মন্ডল ও ইউনাইটেডের হয়ে রাহুল ভেনু গোল করেন।
মাকড়দা মাঠে ডালহৌসি এসি ২-১ গোলে এফ সি আই( ইস্ট জোন) কে হারায়।
রানাঘাট স্টেডিয়ামে উত্তরপল্লি এম এস ৪-০ গোলে হারালো ঐক্য সম্মিলনী কে। উত্তরপল্লীর হয়ে সুরজিৎ দত্ত তিনটি ও শিবশঙ্কর কুজুর গোল করেন।
বাঁশবেড়িয়ায় ক্যালকাটা ফুটবল ক্লাব ১-০ গোলে অ্যাডামস ইউনাইটেড এস এ কে হারায়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি সায়ন রায়ের।
কোন্নগরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসি ও সালকিয়া ফ্রেন্ডস এর খেলাটি ১-১ গোলে ড্র হয়। পুলিশের বিশ্বজিৎ সোরেন ও সালকিয়ার প্রসেনজিৎ ঘোষ গোল করেন।
Powered by Froala Editor