জয়ের ধারা অব্যাহত রাখলো ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল রেলওয়ে ফুটবল ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গল। খেলায় প্রাধান্য দেখিয়ে কোচ বিনো জর্জের লাল হলুদ দল ২-০ গোলে রেলওয়ে ফুটবল ক্লাবকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে পৌঁছে গেলো। ইস্টবেঙ্গল ছয় ম্যাচে ১৬ ম্যাচে পয়েন্ট পেয়েছে। আবার ভবানীপুর ছয় ম্যাচে ১৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিন ইস্টবেঙ্গল প্রথম একাদশ গঠন করে সায়ন ব্যানার্জী ও পি ভি বিষ্ণুকে বাইরে রেখে। সায়ন ও বিষ্ণুর চোট রয়েছে । তবুও লাল হলুদের তরুণ ফুটবলাররা খেলার শুরু থেকে আক্রমণ গড়ে তুলে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে । রেলের ফুটবলাররা আক্রমণ সামাল দেওয়ার জন্যে রক্ষণভাগে নেমে আসেন। তারই মধ্যে ইস্টবেঙ্গল সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। আমল সি কের শট বারে প্রতিহত হয়। খেলার প্রথম পর্বের সংযুক্তি সময়ে মহম্মদ মুশারফ দারুন গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
দ্বিতীয় পর্বে লাল হলুদ ফুটবলাররা খেলায় গতি বাড়িয়ে রেলের দুর্গে হানা দিতে থাকেন। ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আদিল আমন। তিনি বলটি পেয়েছিলেন বিজয় মুর্মুর কাছ থেকে। খেলার শেষ পর্বে গোলের ব্যবধান বাড়াতে ইস্টবেঙ্গল ঝাপালেও গোল পায় নি।
Powered by Froala Editor