প্রতিভা অন্বেষণের লক্ষ্যে রাজ্য সরকারের ক্রীড়া দফতর ও আই এফ এর যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব -১৪ আন্ত জেলা ফুটবলে উদ্বোধনী দিনে গ্রুপ বি এর ম্যাচে নদীয়ার চাকদহে রবিবার উত্তর ২৪ পরগনা ও নদীয়ায় খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হয়। ম্যাম অফ দি ম্যাচ উত্তর ২৪ পরগনার ভোলা রাজোয়ার। অন্য দিকে ঝারগ্রাম স্টেডিয়ামে মেদিনীপুর ৩-০ গোলে ঝাড়গ্রাম কে হারায়।
এদিন নদীয়ার চাকদহ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী, চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস।
Powered by Froala Editor