Search

Suggested keywords:

শ্যামবাজার ,সোনালী, বেহালা ও জেফার জয়

শ্যামবাজার ,সোনালী, বেহালা ও জেফার জয়

তৃতীয় ডিভিশনের খেলায় গয়েসপুরে শ্যামবাজার ইউনাইটেড ১-০ গোলে বাটা এস সি কে হারায় 

তিহুরিয়া  মাঠে সোনালী শিবির এসি ২-১ গোলে  হারালো ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব ডেফ কে। সোনালীর হয়ে রোহিত সাহা এবং বিজয় অধিকারী ও ডেফ এর হয়ে আদিত্য হালদার গোল করেন।

আরিয়াদহ মাঠে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন ১-০ গোলে হারালো বার্নপুর ইউনাইটেড ক্লাব কে হারায়।

জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন ১-০ বাতোর এস সি কে হারায় দেশবন্ধু পার্কে। যাদবপুরের গোলটি রাজ প্রসাদের।

Powered by Froala Editor