শেষ পর্যন্ত পাঠচক্রের বিরুদ্ধে জয়ের হাসি হেসে সুপার সিক্সে খেলবার আশা জিইয়ে রাখলো মহমেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলায় সাদা কালো শিবিরের খেলোয়াড়রা মুখোমুখি হয়েছিলেন পাঠচক্রের বিরুদ্ধে। মহমেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে পাঠচক্রকে পরাস্ত করে লিগ টেবিলে ভালো জায়গায় পৌঁছে গেল। এই মুহূর্তে পাঠচক্র লিগ টেবিলে একেবারে তলানিতে রয়েছে। সাদা কালো শিবিরের কোচ হাকিম দলের জয় এনে দেওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। খেলার শুরু থেকে মহমেডান আক্রমণ গড়ে তুলে প্রতিপক্ষ দলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। খেলার ২১ মিনিটে ইসরাফিল দেওয়ান গোল করে সাদা কালো শিবিরকে এগিয়ে দেন। তারপরে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পায় নি মহমেডান স্পোর্টিং।
খেলার দ্বিতীয় পর্বে পাঠচক্র আক্রমণ গতি বাড়িয়ে খেলতে থাকে। ৪৮ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় পাঠচক্র। পরিবর্ত খেলোয়াড় দেবাশিস হালদার গোল করতে ভুল করেন নি।
খেলায় সমতা ফিরে আসে। তারপরে গোল করবার জন্যে মরিয়া হয়ে ওঠে মহমেডান। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন সাদা কালো শিবিরের ফুটবলাররা। ৮৭ মিনিটে সাদা কালো শিবিরের জেমস সিং লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।
দ্বিতীয় পর্বে রেফারি ১৪মিনিট সংযুক্ত সময় দেন। মহমেডান স্পোর্টিং খেলার ছক বদল ই করে খেলতে থাকে। ৯৩ মিনিটে সাদা কালো শিবির পেনাল্টি পায়। পেনাল্টি থেকে মোহিতোষ রায় গোল করে মহমেডান স্পোর্টিং এর জয়কে নিশ্চিত করে দেন।
Powered by Froala Editor