গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সুপার সিক্সে পৌঁছল ক্যালকাটা কাস্টমস ক্লাব। শনিবার কল্যাণী বি স্টেডিয়ামে প্রিমিয়র ডিভিশন লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। এই ম্যাচে কাস্টমসের হেরে যাওয়ার অর্থ ছিল সুপার সিক্সে অনিশ্চিত হয়ে পড়া। অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন আজকের ম্যাচে জয় পেলে তাদের কাছে সুপার সিক্সে যাওয়ার একটা সুযোগ তৈরি হত। তাই এই ম্যাচটির দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল ফুটবল মহল। প্রথমার্ধের খেলা গোল শূন্য থাকলেও আক্রমণ অবশ্যই বেশি ছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের ক্যালকাটা কাস্টমসের। দ্বিতীয়ার্ধে খেলার ৬২ মিনিটে ডেভিড ক্যালকাটা কাস্টমসকে এগিয়ে দেন। খেলার অন্তিম লগ্নে ৮৬ মিনিটে একটি গোলমুখী আক্রমণ বিপদমুক্ত করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের আশিস ছেত্রী। এই ম্যাচটি ২-০ গোলের ব্যবধানের জেতার ফলে গ্রুপ বি’তে ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাবের পরে তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে পৌঁছল ক্যালকাটা কাস্টমস ক্লাব। তাদের সংগ্রহ ১২টি ম্যাচ থেকে ২৪ পয়েন্ট।
Powered by Froala Editor