Search

Suggested keywords:

সুপার সিক্সে সুরুচি সংঘ

সুপার সিক্সে সুরুচি সংঘ

সুপার সিক্সে নিশ্চিত হয়ে গেল সুরুচি সংঘ। রবিবার বারাকপুর স্টেডিয়ামে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে তারা ৩-০ গোলে হারালো আর্মি রেড কে। সুরুচি সংঘের হয়ে গোল করেন সঞ্জয় ওরাও, বাবলু ওরাও এবং জয়দীপ সিং। ১২ টি ম্যাচে সুরুচি সংঘ ২৩ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করে সুপার সিক্সে পৌঁছল।


চুঁচুড়া মাঠে বি এস এস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারালো ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে। বিজয়ী দলের পক্ষে বিশাল মন্ডল ও বিশাল রায় গোল করেন। এই হারের ফলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব সুপার সিক্সে ওঠার লড়াই থেকে ছিটকে গেল।


নৈহাটি স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাব ও মেসার্স ক্লাবের মধ্যে খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। কিন্তু ইউনাইটেডের হারের ফলে মহামেডানের সুপার সিক্সে ওঠার সম্ভাবনার প্রবল।

Powered by Froala Editor