এক ম্যাচে সাতাশ গোল! হ্যাঁ কন্যাশ্রী কাপে এক ম্যাচে ২৭-০ গোলে জিতল ইউনাইটেড কলকাতা এস সি। ওই ব্যবধানে তারা হারালো বেহালা ঐক্য সম্মিলনী কে। কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর অন্য খেলায় এইচ বি মাঠে দেবাঞ্জন সেন GAI FCC ৬-০ গোলে হারালো অখিল ভারতীয় এ ভি পি কে। বারাকপুর স্টেডিয়ামে হাওড়া উদ্যোগী ৮-২ গোলে হারালো ইউথ ফুটবলারস W A কে। নারায়ণপুর ইউনাইটেড মাঠে দুর্বার স্পোর্টস আকাদেমি ১১-০ গোলে হারালো বিদ্যুৎ স্পোর্টিং ক্লাব কে। নারায়ণপুর ইউনাইটেড মাঠে দুর্বার স্পোর্টস অ্যাকাডেমি 10-0 গোলে হারালো বিদ্যুৎ স্পোর্টিং ক্লাব কে।
Powered by Froala Editor