Search

Suggested keywords:

সাত বছর বাদে ভারতসভার শ্রেষ্ঠ আসনে বাংলা

সাত বছর বাদে ভারতসভার শ্রেষ্ঠ আসনে বাংলা

বর্ষবরণের রাতে রবি হাঁসদার মার কেরালা কে। গাচিবউলি স্টেডিয়ামে রবি হাঁসদার সংযুক্তি সময়ের গোলে বদলার মেগা ফাইনালে কেরালা কে ১-০ গোলে হারালো বাংলা। এদিন আক্রমণ ও প্রতি-আক্রমণের মধ্যে দিয়ে গড়িয়ে চললো প্রথমার্ধের খেলা। মাঝমাঠের মধ্যেকার বল দখলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মধ্যেকার লড়াই যথেষ্ট উপভোগ্য হয়ে উঠেছিলো। ২২ মিনিটের মাথায় আদিত্য থাপার থ্রু পাস রবি হাঁসদা কে খুঁজে নিয়েছিলো ঠিকই, কিন্তু টপ বক্সের বাইরে থেকে নিশানায় ব্যার্থ হলেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে একই জায়গা থেকে থেকে ফ্রি কিক পেলেও আবারও লক্ষ্যভেদে ব্যার্থ হন রবি। তুল্যমূল্য প্রতিদ্বন্দিতায় রীতিমতো জমে উঠেছিলো ম্যাচের শেষ পনেরো মিনিট। টানটান উত্তেজনাকর সন্তোষ ফাইনালের চিত্রনাট্য টা অপেক্ষাই করছিলো বোধহয় পূর্ব বর্ধমানের প্রান্তিক চাষীর পরিবারের ছেলেটির জন্য। সংযুক্তি সময়ে টপ বক্সের বাইরে থেকে ছোট একটি ফ্লিক হেড রবির কাছে চলে এলে ডানপায়ে জোরালো শর্টে কাঙ্খিত জয়সূচক গোলটি করে বাংলাকে তেত্রিশ বারের চ্যাম্পিয়ন করলেন। সাথে সাথে ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র মহম্মদ হাবিরের ঐতিহাসিক রেকর্ড ভেঙে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরও হলেন তিনি।

Powered by Froala Editor