সাতবারের চ্যাম্পিয়নদের ৪-২ গোলে দুর্মুষ করে সাতচল্লিশ বারের মতো সন্তোষের ফাইনালে বাংলা। দুটি অর্ধে ভাগ হয়ে গাচ্চিবৌলি স্টেডিয়ামে বল পায়ে দাপাদাপি করতে দেখা গেল দুটি দলকেই। ম্যাচের প্রথম কোয়ার্টারেই কাঙ্খিত প্রথম গোলটি করে বাংলাকে এগিয়ে দেন মনোতোষ মাঝি। প্রথমার্ধের শেষের দিকে আরও দুটি গোলের ব্যাবধান বাড়ায় সঞ্জয় সেনের ছেলেরা, সৌজন্যে রবি হাঁসদা নরহরি শ্রেষ্ঠা। দেওয়ালে পিঠ থেকে যাওয়া সার্ভিসেস অবিশ্বাস্যভাবে কামব্যাক করে দ্বিতীয়ার্ধে। পঁচাত্তর মিনিটের ব্যাবধানে দুটি গোল পরিশোধও করে ফেলেছিলো তারা। যদিও, ম্যাচের একেবারে অন্তিমলগ্নে সার্ভিসেসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় টুর্নামেন্টে এগারোগোলের মালিক রবি।
Powered by Froala Editor