অপরাজিত ভাবে শেষ করে গ্রুপ শীর্ষে থেকে মূল পর্বে উঠল বাংলা। বুধবার কল্যানী স্টেডিয়ামে বিহারের বিরুদ্ধে গোলশূন্য ভাবে শেষ করলো তারা। শুরু থেকে আক্রমণ শুরু করলেও গোলে পরিণত করতে ব্যর্থ হয় বাংলার ফুটবলাররা। প্রথমার্ধের ৪০ মিনিটে পেনাল্টি নষ্ট করেন রবি হাঁসদা। পরেও অনেক সুযোগ নষ্ট করে তারা। পয়েন্টের বিচারে শীর্ষে থেকে বাংলা পৌঁছল মূল পর্বে। খেলা শেষে কোচ সঞ্জয় সেন বলেন, শেষ ম্যাচে জিততে না পারায় আক্ষেপ রয়ে গেল। গ্রুপ লিগে দুরন্ত খেলেছে বাংলার ছেলেরা।
Powered by Froala Editor