কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় ইমামী ইস্টবেঙ্গল এফসি র বিরুদ্ধে ভূমি পুত্র খেলানোর নিয়ম লঙ্ঘন করার জন্য মহামেডান স্পোর্টিং ক্লাব কে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করল আইএফএ র গভর্নিং বডি। সোমবার গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মহামেডান স্পোর্টিং এর ওই ম্যাচের অর্জিত পয়েন্ট কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ ডিসিপ্লিনারি কমিটি। কমিটির সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই আর্জির প্রেক্ষিতে বিষয়টি গভর্নিং বডির কাছে পাঠায় সংশ্লিষ্ট কমিটি। এদিন গভর্নিং বডির সভায় উপস্থিত গভর্নিং বডির সদস্য ও ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী জানান ওই ম্যাচের পয়েন্ট ইস্টবেঙ্গল নিতে রাজি নয়। ইস্টবেঙ্গলের এই সৌজন্যমূলক আচরণের পরেই গভর্নিং বডি এই সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া এদিনের সভায় ইউরো ফুটবল আকাদেমির আক্রেডিটেশনের আবেদনের ভিত্তিতে তাদের পরিকাঠামো সন্তুষ্ট হয়ে সেই আবেদন মঞ্জুর করা হয়। এছাড়াও এদিনের সভায় স্থির হয় আগামী বছর থেকে আইএফএ নির্ধারিত ক্রীড়া সূচীর দিন পরিবর্তনের জন্য কোনও ক্লাবের কোনও রকম আবেদন গৃহীত হবেনা। এদিনের সভায় গভর্নিং বডির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ন সাহা,সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
Powered by Froala Editor