Search

Suggested keywords:

প্রথম ডিভিশনে ডালহাউসি এসির জয়, তৃতীয় ডিভিশনে মনোহর পুকুর মিলন সমিতির জয়

প্রথম ডিভিশনে ডালহাউসি এসির জয়, তৃতীয় ডিভিশনে মনোহর পুকুর মিলন সমিতির জয়

রবিবার প্রথম ডিভিশনের খেলায় মাকরদা মাঠে সাবার্বান ক্লাব ও ইউনাইটেড কলকাতা এস সির খেলাটি গোলশূন্য শেষ হয়।

 বাঁশবেরিয়ায়  দি সিটি এসি ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসির খেলাটি গোলশূন্য শেষ হয়।


কমলগাজিতে ডালহাউসি এসি ১-০ গোলে হারালো ক্যালকাটা ফুটবল ক্লাবকে। একমাত্র গোলটি শিবা হরির।


কল্যানী বি ৩ মাঠে ঐক্য সম্মিলনী ও তালতলা একতা সংঘের খেলাটি গোলশূন্য শেষ হয়।

তৃতীয় ডিভিশনের খেলায় ওয়াই এম সি এ মাঠে ট্যাংরা এফসি ১-০ গোলে হারাল গরলগাছা এসসি কে। ট্যাংরার গোলটি নিরুপম বেরার।


কাস্টমস মাঠে আলিপুর এসসি ২-০ গোলে গ্রিয়ার এস সি কে হারায়।  গোল করেন রূপঙ্কর মান্না ও সন্দীপ মান্ডি।

দেশবন্ধু পার্কে বালি প্রতিভা ক্লাব আত্মঘাতী গোলে ১-০ গোলের ব্যবধানে জিতল কুমোরটুলি ইনস্টিটিউট এর বিরুদ্ধে।

তালতলা মাঠে মনোহর পুকুর মিলন সমিতি ৩-০ গোলে হারায় ক্যালকাটা জিমখানা কে। মিলন সমিতির গোল করেন বিশ্বজিৎ মন্ডল, সুমন রায় ও অভিক প্রামাণিক।

টাউন মাঠে কাশিপুর সরস্বতী ক্লাব কে ১-০ গোলে হারালো কালীঘাট ক্লাব। একমাত্র গোলটি করেন রোহিত প্যাসোয়ান।


Powered by Froala Editor