প্রথম ডিভিশনের খেলায় বিধাননগর মাঠে অনুশিলনী ও শ্রীভূমি এফ সির খেলাটি গোলশূন্য ড্র হয়।
চুঁচুড়া মাঠে মহামেডান এসি ২-০ গোলে বেলঘরিয়া এসি কে হারায়। মহামেডানের হয়ে সেরাম সেক সিং ও সানোয়ার হোসেন সাপুই গোল করেন।
কল্যানী বি ৩ মাঠে মিলন বীথি ও বড়িশা এসসির খেলাটি ১-১ গোলে ড্র হয়। মিলন বীথির পক্ষে সৌভিক অধিকারী ও বড়িশার পক্ষে ইন্দ্রজিৎ মন্ডল গোল করেন।
মাকরদা মাঠে বেঙ্গল ফুটবল আকাদেমি ও ক্যালকাটা পোর্ট ট্রাস্টের খেলাটি পরিত্যক্ত হয়েছে।
কাকীনারায় ইয়ং কর্নার ২-১ গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে। ইয়ং কর্নারের গোল করেন ঋজু দাস ও দীপঙ্কর দাস গোল করেন। এয়ারলাইন্সের গোলটি সোমনাথ সরকারের।
রানাঘাট স্টেডিয়ামে বি এন আর রিক্রিয়েশন ক্লাব ৩-২ গোলে চাঁদনী স্পোর্টিং কে হারায়। বি এন আরের সন্দীপ ভট্টাচার্য, তুহিন দাস ও শুকদীপ দে গোল করেন। চাঁদনীর গোল দুটি করেন দিব্যরূপ ঘোষ।
Powered by Froala Editor