Search

Suggested keywords:

আন্তজেলা ফুটবলে শেষ চারে কোচবিহার, পশ্চিম বর্ধমান

আন্তজেলা ফুটবলে শেষ চারে কোচবিহার, পশ্চিম বর্ধমান

রাজ্যের ক্রীড়া দপ্তর ও আইএফএ’র যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৪ আন্তজেলা ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছল কোচবিহার ও পশ্চিম বর্ধমান। শনিবার জলপাইগুড়ির সাই কমপ্লেক্সে বিশ্ববাংলা স্টেডিয়ামে পুল-২-এ এই দুই দলের খেলা ১-১ গোলা অমীমাংসিতভাবে শেষ হয়। কোচবিহারের পক্ষে আশরাফুল মিঞা ও পশ্চিম বর্ধমানের পক্ষে বিদূর বাউরি গোল করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পশ্চিম বর্ধমানের বিদূর বাউরি। প্রসঙ্গত, পুল-১-এ হলদিয়া থেকে এর আগে সেমিফাইনালে পৌঁছেছে উত্তর ও দক্ষিণ এই দুই ২৪ পরগনা।

 

Powered by Froala Editor