বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা প্রতিভার খোঁজে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর ও আইএফএর যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব চোদ্দ আন্ত জেলা ফুটবলে ফাইনালে উঠলো দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বর্ধমান। মুর্শিদাবাদের বেলডাঙ্গা বড়ুয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ চব্বিশ পরগনা ৭-০ গোলে হারালো কালিম্পং কে। অন্য সেমিফাইনালে পশ্চিম বর্ধমান ২-১ গোলে হারালো উত্তর চব্বিশ পরগনা কে। আগামী শুক্রবার ফাইনালে এই দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
Powered by Froala Editor