আন্ত জেলা অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্রতিযোগিতায় বিশাল ব্যবধানে জয়ী হল নদীয়া। বুধবার চাকদহে গ্রুপ বি র শেষ ম্যাচে তারা ১৪ -০ গোলে হারালো চন্দননগর কে। গ্রুপ এ র খেলায় হুগলী তে দক্ষিণ চব্বিশ পরগনা ৪ -০ গোল হারালো হাওড়া কে। বাঁকুড়ায় গ্রুপ সি র ম্যাচে বাঁকুড়া ৩ -২ গোলে জিতল বর্ধমানের বিরুদ্ধে। মুর্শিদাবাদে গ্রুপ ই এর ম্যাচে মুর্শিদাবাদ ২-১ গোলে পশ্চিম বর্ধমান কে হারায়। মালদহ তে গ্রুপ এফ এর খেলায় মালদা ৪-০ গোলে দক্ষিণ দিনাজপুর কে হারায়। জলপাইগুড়ি তে কোচবিহার ৬ -০ গোলে হারালো আলিপুরদুয়ার কে।
Powered by Froala Editor