সারা বাংলায় ছড়িয়ে থাকা অনুমোদিত অ্যাকাডেমি গুলোকে এক ছাতার নিচে নিয়ে এসে অভিন্ন কোচিং সিলেবাস তৈরিতে উদ্যোগী হল আইএফএ। বৃহস্পতিবার আইএফএ অফিসে এই অনুমোদিত অ্যাকাডেমি গুলির কোচেদের নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্কশপ পরিচালনা করেন আইএফএর টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ। এই ওয়ার্কশপে বিভিন্ন অনুমোদিত অ্যাকাডেমির হয়ে অংশগ্রহণ করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে, সুদীপ চক্রবর্তী, গৌতম দেবনাথ, গৌতম ঠাকুর, অর্চিষ্মান বিশ্বাস। উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সিইও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়।
Powered by Froala Editor