Search

Suggested keywords:

গোলশূন্য চতুর্থ ডিভিশনের খেলা

গোলশূন্য চতুর্থ ডিভিশনের খেলা

চতুর্থ ডিভিশনের ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে সিঁথি রাসবিহারী এবিএম ও স্পোর্টিং ইউনিয়নের খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। 

পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় পাঞ্জাব স্পোর্টস ক্লাব ২-০ গোলে তপন মেমোরিয়াল ক্লাবকে হারিয়েছে ওয়াই এম সি এ মাঠে।  গোল করেছেন প্রীতম মারিক ও সূর্য হাঁসদা।  বিজি প্রেস মাঠে চেতলা অগ্রণী ক্লাব ৩ -১ গোলে গ্রীনপার্ক স্পোর্টস ক্লাব কে হারিয়েছে। চেতলার পক্ষে গোল সুমন রায় দুটি ও সারিয়ার গাজী গোল করেন। টাউন মাঠে স্টার স্পোর্টিং ক্লাব কে ২-০ ক্যালকাটা পার্সি ক্লাবকে হারিয়েছে। গোল করেন নরো নন্দী, শঙ্কর শীল। রেঞ্জার্স মাঠে নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট ২-১ গোলে হারালো বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন কে।  স্যার গুরুদাসের পক্ষে জোড়া গোল শুভজিত গোনরা। বেলেঘাটা একমাত্র গোলটি অভিজিৎ বিশ্বাসের।

হাইকোর্ট মাঠে মার্কাস স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ফেডারেশন ক্লাবের সঙ্গে ড্র করে। মার্কাসের পক্ষে প্রেম কুমার বেরা ও ফেডারেশনের হয়ে গোলটি অনীক টুডুর। গ্রিয়ার মাঠে তারা ফ্রেন্ডস ২-১ গোলে হোয়াইট বর্ডার কে  হারিয়েছে। তারার হয়ে রনি মোল্লা জোড়া গোল করেন, হোয়াইট বর্ডারের  একমাত্র গোল রুপম সর্দারের। তালতলা মাঠে শিবপুর ইনস্টিটিউট ত্রিশম ধারা ও সুমিত মান্নার গোলে ২-০ গোলে  হারাল মেই কং এক্স স্টুডেন্টস কে। পুলিশ মাঠে ক্যালকাটা ইউনাইটেড ক্লাব বিজয় শিলের একমাত্র গোলে বেনিয়াটোলা ক্লাব কে হারিয়েছে।

Powered by Froala Editor