চতুর্থ ডিভিশনের খেলায় পুলিশ মাঠে মৈত্রী সংঘ ১-০ গোলে ইন্টারন্যাশনাল ক্লাবকে হারায়। গোল করেন কিশোর কুমার মুর্মু। গ্রিয়ার মাঠে নিবেদিতা ক্লাব ৩-০ গোলে যাদবপুর অগ্রগামী কে পরাজিত করে। নিবেদিতার পক্ষে স্বপ্নদীপ সর্দার দুটি ও সুরজ মোড়ল গোল করেন। বেনিয়াপুকুর ইনস্টিটিউট ৪-০ গোলে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব কে হারায়। বেনিয়াপুকুরের হয়ে সায়ন মজুমদার,দেবনাথ দাস, পুস্কর পোদ্দার ও সৌমিক প্রামাণিক গোল করেন। টাউন মাঠে অ্যালবার্ট এস সি ও অরোরা অ্যাথলেটিক এসোসিয়েশনের খেলাটি ২-২ গোলে ড্র হয়। অ্যালবার্ট এর পক্ষে জোড়া গোল শেখ ইমরানের। অরোরার সজল মন্ডল ও অরিন্দম দেব গোল করেন। বিজি প্রেস মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ১-০ গোলে স্পোর্টিং ইউনিয়ন কে হারিয়েছে। জয়সূচক গোলটি করেন অরিত্র ধর। ওয়াই এম সি এ মাঠে বেহালা এ এস ৩-১ হলে সিঁথি রাসবিহারী এবিএম কে হারায়। বেহালার পক্ষে সুমিত হাজরা দুটি ও ভীম হাঁসদা গোল করেন। সিঁথির গোলটি গিরিধর দাসের। ভবানীপুর এ আর টি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড কে । আর টির হয়ে বিষ্ণু টুডু ও অঙ্কিত ভট্টাচার্য গোল করেন।
Powered by Froala Editor